তানোর প্রতিনিধি : রাজশাহীরতানোরে আজ মঙ্গলবার সকালে আসন্ন তানোর পৌর নির্বাচনে যাচাই-বাছাই শেষে বিকেল পাঁচটায় উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতো ৪ মেয়র ১৪ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর ৩৫ জনের মধ্যে ৩৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
এরমধ্যে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইমরুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
যাচাই-বাছাই উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনারের দায়িত্ব থাকা কর্মকর্তা, সুস্মিতা রায়, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ রাকিবুল ইসলাম সহ সকল প্রার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এ সময় ১ জন সাধারণ কাউন্সিলার প্রার্থীর ঋণ খেলাপির জন্য মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় ।এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০