নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর থানার এক পুলিশ কন্সটেবলসহ দুই করোনা পজিটিভ হয়েছেন। অপরজন থানার পরিচ্চন্নতা কর্মী। গতকাল রোববার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ এর বায়োলজি বিভাগের পিসি আর ল্যাবে পাঠানো হয়েছিল। আজ সোমবার নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ হয়। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মহা. এনামুল হক বলেন, আজকে রাজশাহীর তানোর থানার দুজন স্টাফের করোনা পজিটিভ হয়েছে। বিষয়টি
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে তাদেরকে জানিয়ে দেয়া হয়েছে। রাজশাহী জেলায় প্রথমবারের মতো এ নিয়ে কোন পুলিশ সদস্য করোনা পজেটিভ হলেন। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখায়ের আলম বলেন, তানোর থানার এক পুলিশ কনস্টেবলসহ দুজন স্টাফ করোনা পজেটিভ হয়েছেন। থানার ওসিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। করোনা আক্রান্ত দু'জনকেই আইসোলেশন পাঠানো হবে। আর যারা যারা ওই পুলিশ কনস্টেবলের সান্নিধ্যে এসেছিলেন তাদেরও পর্যায়ক্রমে নমুনা পরীক্ষা করা হবে। এই দুইজন নিয়ে রাজশাহী জেলায় মোট ১৭ জন করোনা পজিটিভ হলেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০