নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে হেরোইনসহ দু’জনকে আটক করা হয়েছে। গোদাগাড়ী থানা পুলিশ আবু বাক্কার উরফে বক্কার (৩৮) কে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটকৃত বক্কার গোদাগাড়ী উপজেলার আচুয়া গ্রামের মৃত ইসরাফিলের ছেলে। রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে, তানোর থানা পুলিশ শ্রী কানাই সিং (৩৪) কে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। সে তানোর উপজেলার আজিজপুর গ্রামের মৃত রমেশ চন্দ্র সিংয়ের ছেলে। এ ছাড়া গোদাগাড়ী থানা পুলিশ আরো ৬ জন, তানোর থানা ৮ জন, মোহনপুর থানা ৫ জন, পুঠিয়া থানা ২ জন, বাগমারা থানা ৬ জন, দুর্গাপুর থানা ৮ জন, চারঘাট থানা ৬ জন ও বাঘা থানা ৭ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরো জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/আরএস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০