নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৩৭ হাজার ২২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন ৩৬ হাজার ৮৩৬ ভোট। ৩৮৪ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ময়না। এর আগে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রোববার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বি। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আবু বক্কর।
খবর ২৪ ঘণ্টা/আরএস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০