তানোর-আমনুরা রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২০, ১১:০৭ পি.এম
তানোর-আমনুরা রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন
তানোর প্রতিনিধি :তানোরে আজ এলজিইডির আয়োজনে থানার মোড়ে তানোর আমনুরা রাস্তার ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন ও পাইলট স্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী,সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও তানোর গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি,লুৎফর হায়দার রশিদ ময়না,জেলা নির্বাহী প্রকৌশলী সাদিউল।ইসলাম, তানোর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর,
উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল নবী বাবু চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক তানোর পৌরসভার মনোনয়ন প্রত্যাশী আবুল বাশার সুজন, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও শিক্ষক সমিতির সভাপতি চাপড়া স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় ১৬ কোটি টাকা ব্যয়ে তানোর আমনুরা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
আস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০