তানোর প্রতিনিধি: তানোর আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজকে সরকারীকরণ করাই প্রধানমন্ত্রীর ও স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ র্যালি ও গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে তানোর কলেজের কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে এক বিশাল র্যালি উপজেলার বিভিন্ন সড়কে প্রদর্শন করে। র্যালিতে সংসদ সদস্য যোগ দেন। পরে কলেজ চত্তরে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় কলেজ পরিচালনা কমেটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
বিশেষ উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বন্দনা রানী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খাদেমুল নবী বাবু চৌধূরী,সাধারণ সম্পাদক আব্দুল আল মানুন তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক লুৎফর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন,তালন্দ ইউপির চেয়ারম্যান আবুল কাশেম, চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।
এসময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সরকারী আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান।
সভাটি সঞ্চলনা করেন প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীব সরকার।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০