রাজশাহীর তানোরে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েকদিন থেকে উপজেলা সদরের মুদির দোকান গুলাতে বোতলজাত সয়াবিন মিলছে না বলে অভিযাগ করেন ক্রেতারা।
দুই একটি দোকান পাওয়া গেলেও ক্রেতাদের গুনতে হচ্ছে নির্ধারিত মূল্যর চেয়ে অতিরিক্ত টাকা।
উপজেলা সদরের বিভিন্ন দোকানে খাোঁজ নিয়ে জানা যায়, অনেক দোকানেই বোতলজাত সয়াবিন তেল নেই। এসব দোকান খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা লিটার দরে।
কয়েকজন ব্যবসায়ী জানান, দেশে বোতলজাত তেলের বড় বড় কোম্পানি গুলো ভোজ্যতেলের সাথে তাদের উৎপাদিত আটা, ময়দা, সুজির প্যাকেজ করে বিক্রি করছে। তেলের সাথে এসব পণ্য না নিলে শুধুমাত্র বোতলজাত তেল পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে না।
এতে বোতল জাত সয়াবিন তেলের সংকট সৃষ্টি হচ্ছে। কয়েকজন ভোক্তা অভিযাগ করেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি হলেও দেখার কেউ নেই।
প্রশাসনের এ উদাসিনতার সুযোগ নিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী ক্রেতাদের কাছে অতিরিক্ত মূল্য আদায় করছে।
এ ব্যাপারে, উপজেলা নির্বাহী অফিসার পংকজ দেবনাথ সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০