তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রমকে বেগবান ও গতিশীল করার লক্ষে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশক্ষিণের প্রদক্ষেপ নেয়া হয়েছে। তারই ধারা বাহিকতায় গতকাল সোমবার দরগাডাঙ্গা স্কুলএর - কলেজ মাঠে উপজেলা স্কাউট কমিটির উদ্যোগে দিনব্যাপি স্কাউট সমাবেশের আয়োজন করা হয়েছে।
দরগাঁডাঙ্গা স্কুলএর - কলেজের পরিচালনা পরিষদ কমিটির সভাপতি ও কলমা ইউনিয়নের আওয়মী লীগের সভাপতি মাইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলার নির্বাহী অফিসার শওকাত আলী।
বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলার স্কাউট কমিশনার ও তানোর পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, দরগাঁডাঙ্গা স্কুল এর- কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল কবির বকুল।
এছাড়ও উপস্থিত ছিলেন কিসমত বিল্লি স্কুল এর - কলেজের অধ্যক্ষ জামিলুর রহমান,চন্দকোঠা স্কুল এর - কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন। বাংলাদেশ স্কাউট তানোর শাখার সাধারণ সম্পাদক ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রায় ২৫০জন শিক্ষার্থী উক্ত প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানোর উপজেলা স্কাউট ডিলার আবদুল বারীও ইউনিয়ন লিডার শফিকুল ইসলাম।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০