নিজস্ব প্রতিবেদক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণে অনুষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠন তানোর উপজেলা শাখা রাজশাহী।
মঙ্গলবার বেলা ১২টায় নগরীর মাষ্টারসেফে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কার কাঠামো ও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষে ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফার বার্তা ওয়ার্ড, ইউনিয়ন, থানা, পাড়া, মহল্লা সহ সর্বস্তরের ও সর্ব শ্রেণীর মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন ভাবে দেশজুড়ে কর্মসূচী চলমান রয়েছে। যার ধারাবাহিকতায় রাজশাহী ০১ আসনের তানোর উপজেলার বিভিন্ন স্থানে ৩১ দফার লিফলেট বিতরণের জন্য তানোর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সহযোগিতায় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, গোদাগাড়ী উপজেলার বিএনপির নির্বাহী সদস্য এডভোকেট মো. সুলতানুল ইসলাম তারেক, গোদাগাড়ী উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে রোজ রবিবার ১৫ই ডিসেম্বর সন ২০২৪ আনুমানিক বিকেল ৩:০০ ঘটিকায় তানোর উপজেলার কার্যালয়ের গেটে উপস্থিত হলে, রাজশাহী জেলা বিএনপির সদস্য, তানোর পৌরসভার সাবেক মেয়র, মিজানুর রহমান মিজানের নির্দেশনায় ভাগ্নে ও প্রতিনিধি ও ভাগ্নে কৃষক লীগের তানোর পৌর শাখার সাধারণ সম্পাদক ও বর্তমানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে তানোর পৌর বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, যুবনেতা জুবা সহ ৮-১০ জন ৩১ দফা লিফলেট বিতরণের সময় লাঠি বাঁশ ইট নিয়ে লিফলেট বিতরণের কারীদের হামলা করে এবং লিফলেট বিতরণে বাধা দেয়।
হামলার কালে (০৪) চারটি মাইক্রো বাসের সামনের দিকের কাঁচ ভেঙে দেয় ও কয়েক জন বিএনপি নেতা-কর্মী আহত হন এবং এক প্রবীণ বিএনপি সমার্থক চার নং ওয়ার্ড যুব দলের সভাপতি বজলুর এর পিতার মাথায় বাঁশের বাড়ি আঘাত করলে চোখ ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং হামলাকারীরা সন্ত্রাসী কায়দায় ইট নিক্ষেপ করলে রাজশাহী ০১ আসনের ধানের শীষের মনোনয় প্রত্যাশী অ্যাডভোকেট মো. সুলতানুল ইসলাম তারেকের পায়ে ইটের আঘাত লেগে বাম পা জখম হয় পরবর্তীতে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা।
হামলাকারীরা এই ধরনের নেককারজনক ঘটনা ঘটিয়ে শান্ত হয়নি, পুনরায় সাবেক মেয়র মিজানুর মিজানের নির্দেশে লিফলেট বিতরণী যারা অংশগ্রহণ করেছিল তাদের তালিকা করেন এবং রাস্তায় যদি কাউকে একা পাচ্ছে তাদেরকে মারধর করছে। এখানে উল্লেখ্য রোজ সোমবার ১৬ই ডিসেম্বর আনুমানিক সকাল ১০ টায় আজিজুর রহমান অন্তরকে একা পেলে যুব নেতা জুবা হামলা করে। হামলায় আহত হয়ে এক ঘন্টা তিনি জ্ঞানহীন ছিলেন পরবর্তীতে ফয়সাল মন্ডল মিঠুনকে আনুমানিক বিকাল ০৩ টায় শহীদুল ইসলাম শহীদ ও তরিকুল ইসলাম তারিক মারধর করে যা পূর্ববর্তী শাসনামলের সাবেক এমপি ফারুক চৌধুরীর আমলকে মনে করিয়ে দেয়।
অতএব নিবেদন এই যে, হামলাকারীদের সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।
হামলা কারী হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগের সময় বিএনপির বিভিন্ন নেতা কর্মী কে নির্যাতন করেছে এই কৃষক লীগ নেতাকে মিজানুর রহমান মিজানের ভগ্নিপতি তাই মিজান কৃষক লীগ নেতা কে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক করেছে ৫ আগষ্টের পর থেকে মিজানুর রহমান মিজান, পুকুর দখল, ডিস দখল সহ বিভিন্ন অপকর্ম চলমান রেখে তানোরে আওয়ামী লীগ কাদায় মিজান তন্ত্র কায়েম করার চেষ্টা করছে।
অতএব বিএনপির কেন্দ্রীয় কমিটি ও রাজশাহী জেলা বিএনপির নিকট আকুল আবেদন এই হামলা কারীর নির্দেশ দাতা সহ সহযোগিদের সাংগঠনিক ব্যাবস্থা নিয়ে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন, হুমায়ূন কবির বকুল, সিনিয়র সহ-সভাপতি ২৯ নং বাধাইড় ইউনিয়ন বিএনপি।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০