তানোর (রাজশাহী) প্রতিনিধি :রাজশাহীর-তানোর সড়কের চান্দুড়িয়া হাড়দহ সিলিমপুর (নাইস গার্ডেনের সামনে) রাস্তাটি ভেঙ্গে মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচলকারীদের চরম দূর্ভোগে পড়তে হচ্ছে। জীবনের ঝুকি নিয়েই প্রতিদিন শতাধীক যাত্রীবাহী বাস, মাল বোঝাই ট্রাক, ট্রলিসহ যানবাহন চলাচল করছে।
প্রতিদিন এই রাস্তাদিয়েই রাজশাহী থেকে এসে তানোরে অফিস করেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলীসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা। কিন্তু গুরুত্বপূর্ন এই রাস্তার গর্তটি সংস্কার করা হচ্ছেনা।
গত (১৭ই) জুন বুধবার রাস্তার ওই গর্তে একটি ট্রাকের চাকা পুতে যায় এবং দু’পার্শ্বে বেশ কিছু যানবাহন আটকে থাকার কিছু ছবি জৈনক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ওই ছবি পোষ্ট করার পর ব্যাপক সমালোচনা হচ্ছে ফেসবুকে।
এনিয়ে তানোর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত ভাই ব্যস্ত বলেই ফোন কেটে দেন।
যোগাযোগ করা হলে তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাও ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, রাস্তার দেখভালের বিষয়টি উপজেলা প্রকৌশলী ও জনপ্রতিনিধিদের দায়িত্ব। তবে, তিনি বিষয়টি উপর মহলে জানাবেন বলেও জানান ইউএনও।
এএইচআর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০