নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তানোর উপজেলার পাচন্দর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রিয়াজউদ্দিন। বাকি একজনের নাম পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শিরা জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে আমনুরা থেকে রাজশাহীগামী একটি বাস তানোরের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি তানোর উপজেলার পাচন্দর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায় ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে ও অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের নাম এখনো পাওয়া যায়নি ।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০