তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে মাদক ব্যবসায়ী ছেলেকে ৫ লিটার চোলাইমদসহ পুলিশে দিয়েছেন এক পিতা। এঘটনায় তানোর থানার এসআই সাইফুল ইসলাম বাদি হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরন, পুলিশ ও পরিবার সুত্রে জানায়,তানোর উপজেলার মোহর গ্রামের গোপাল চন্দ্র দাসের পুত্র সুরেন চন্দ্র দাস। সে দীর্ঘদিন ধরে চোলাইমদ সেবনের পাশাপাশি ব্যবসা করে আসছিলো।
এঅবস্থায় গতকাল রোববার বেলা ১১টার দিকে মাদক ব্যবসায়ী পুত্রকে চোলাইমদসহ ঘরে আটকিয়ে রেখে পুলিশে খবর দেন পিতা। খবর পেয়ে তানোর থানার এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ৫লিটার চোলাইমদসহ তাকে গ্রেফতার করেন।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মহিনুল ইসলাম জানান,গ্রেপ্তারকৃতকে গতকাল রোববার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০