তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোরে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিলকুমারী বিলে কারেন্ট জাল অভিযানের সময় সরকারী কর্মকর্তা-কর্মচারীরা মোহনপুর উপজেলার মৎস্য জীবিদের হামলার শিকার হযেছেন। এ হামলায় মৎস্য কর্মকর্তা দুজন পুলিশ লাঞ্চিত হলেও উপজেলা মৎস্য অফিসের অফিস সহায়ক আর কে রতন গুরুতর আহত হয়েছেন। হামলায় আহত হয়ে ওই অফিস সহায়ক উপজেলা হাসপতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকতা সাহাদুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্দে মাহনপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে উল্লেখ আছে, প্রতিমাসের ন্যায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে
বিলকুমারী বিলে মৎস্য সংরক্ষন কারেন্ট জাল অভিযান পরিচালনা সময় তাদের শিমানায় না গেলেও মোহনপুর উপজেলার মেলানদি গ্রামের ৫০-৬০ জন মৎস্যজীবি তারা । হামলায় মৎস্য কর্মকর্তা দুজন পুলিশ লাঞ্চিত হলেও উপজেলা মৎস্য অফিসের অফিস সহায়ক গুরুতর আহত হয়। এনিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম জানান, আমরা প্রতিমাসের ন্যায় বিলকুমারী বিলে মৎস্য সংরক্ষন কারেন্ট জাল অভিযান পরিচালনা সময় মোহনপুর উপজেলার
মৎস্য জীবিরা অতর্কিত হামলা চালায়। হামলায় আমি নিজে সহ দুজন পুলিশ সদস্য লাঞ্চিত হলেও আমার অফিসের অফিস সহায়ক গুরুতর আহত হয়। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বানু বলেন, এঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্দে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে। এব্যপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন বিয়ষটি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামী আটকের জোর চেষ্টা চলছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০