তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোরে বিএনপি নেতা ও ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার (৪৫) ও মুন্ডমালা পৌর ছাত্রদল সভাপতি বাক্কার উদ্দিন (২৮)। মঙ্গলবার সন্ধ্যায় তাদের উপজেলার কৃষ্ণপুর বাজার ও মুন্ডমালা বাজার থেকে আটক করা হয়।তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল
ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, তানোর উপজেলার পাটাকাটা মোড়ে ককটেল ফেলে পালিয়ে যাওয়ার ঘটনায় পূর্বের একটি দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
খবর ২৪ ঘন্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০