নিজস্ব প্রতিবেদক : তানোরে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ধান ব্যবসায়ী রেজাউল ইসলাম (৪০) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তানোর-মুণ্ডুমালা রাস্তার বুড়াবুড়িতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল তানোর পৌর এলাকার তালন্দ সুমাসপুরগ্রামের রফিকুল ইসলাম ওরফে দুখু মণ্ডলের পুত্র। তাঁর মৃত্যুতে পরিবারসহ তালন্দ বাজারে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুর ১২টার দিকে তালন্দ থেকে টাকা নিতে মুণ্ডুমালার উদ্দশ্যে মোটরসাইকেল নিয়ে রওনা হন ধান ব্যবসায়ী রেজাউল ইসলাম। পথে যাত্রী নিয়ে কৌশিক
পরিবহন নামের একটি বাস আমনুরা থেকে মুণ্ডুমালা হয়ে তানোরের দিকে যাওয়ার সময় বুড়াবুড়িতলা নামক স্থানে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রেজাউল ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) রাকিবুল হাসান বলেন, কৌশিক পরিবহন নামের বাস ও চালক তালাশকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়োমিত মামলা দায়ের করা হবে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০