তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে প্রাইভেট কারের ধাক্কায় আটোভ্যান চালক সিরাজুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আবদুল সাত্তারের পুত্র। আজ মঙ্গলবার দুপুরে প্রাণপুর (পাঠাকাটা) নামক স্থানে এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রাইভেট কারসহ চালককে আটক করা হয়েছে। আটককৃত চালক হলো, নওগাঁ সদরের মৃত সুরেশ চন্দ্রদাসের ছেলে পুফুল্লহ চন্দ্রদাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সিরাজুল ইসলাম প্রতিদিনের ন্যায় সকালে চার্জার চালিত অটোভ্যান নিয়ে বাড়ী হতে বেরিয়ে যায়। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে ভ্যান চালিয়ে মুন্ডুমালা হতে বাড়ীর দিকে আসছিলো। এমন সময় প্রাণপুর (পাঠাকাটা) নামক স্থানে আসলে বিপরীতগামী একটি প্রাইভেট কার ভ্যানচালক সিরাজুল ইসলামকে ধাক্কা মারলে সে ঘটনাস্থলে পড়ে যায়। এসময় এলাকাবাসী এগিয়ে এসে ঘটনাস্থল হতে সিরাজুল ইসলামকে উদ্ধার করে তানোর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তার কিছুক্ষণ পর হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাস্থল হতে এলাকাবাসী প্রাইভেট কারসহ চালককে ধরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ প্রাইভেট কারসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে।
এ নিয়ে তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, প্রাইভেট কারসহ চালককে আটক করা হয়েছে। মালিকসহ চালকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০