নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর থেকে ফেসবুক ও ম্যাসেঞ্জারে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ, বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান মুক্তা (১৮) নামের এক প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের মানিককন্যা গ্রাম থেকে র্যাব-৫ রাজশাহীর সিপিসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মুক্তা ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহীর তানোর উপজেলার মানিককন্যা গ্রামের মুক্তা চলতি এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফেসবুক, ম্যাসেঞ্জার ও হোয়াটঅ্যাপসের মাধ্যমে সংগ্রহ, বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহণ করছে।
বিষয়টি জানতে পেরে র্যাব ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০