তানোরে পুলিশের উদ্যোগ ৭ই মার্চ আনন্দ উদযাপন - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৮:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২১, ৮:০৫ পি.এম
তানোরে পুলিশের উদ্যোগ ৭ই মার্চ আনন্দ উদযাপন
রাজশাহীর তানোর থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিম প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ই মার্চ রোববার বিকালে তানোর থানা চত্বরে তানোর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) রাকিবুর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।তদন্ত ওসি মোজাম্মেল হক,
তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা সানাউল্লাহ আহম্মেদ।
তানোর গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন, তানোর বিএম কলেজের অধ্যক্ষ অসীম কুমার সরকার, তানোর থানা মোড় আদর্শ বনিক সমিতির সভাপতি হামিদুর রহমান চৌধুরী।
তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান প্রমুখ। এসময় তানোর থানা পুলিশ কর্মকর্তা পুলিম সদস্য বিভিন্ন পেশার সাধারন মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই কেক কাটা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০