তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৬৫ পিস থ্রিনট বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে। পুকুরটি ওই গ্রামের মৃত ইয়াছিন আলীর। তবে বর্তমানে সেটি চাষ করেন তৌহিদুর রহমান নামের এক্যক্তি।
জানা গেছে, গতকাল রোববার রাতে তৌহিদুর জেলে দিয়ে ওই পুকুর থেকে মাছ তোলেন। রাতে তারা মাছ নিয়ে ময়লা-আবর্জনা ফেলে রাখেন। সকালে উঠে দেখেন অনেক বন্দুকের গুলি। বিষয়টি তিনি স্থানীয় চেয়ারম্যানকে জানালে। চেয়ারম্যান থানা পুলিশকে
খবর দেয়। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তত ৩৬৫ পিস থ্রি-নট বন্দুকের গুলি উদ্ধার করে। আরো গুলি আছে কিনা এ জন্য পুলিশ ওই পুকুরে জেলে নামিয়ে তল্লাশী চালাচ্ছেন। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি খাইরুল ইসলাম বলেন, স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৬৫ পিস বন্দুকের গুলি উদ্ধার করে। আরো আছে কিনা এ জন্য পুকুরে জেলে নামিয়ে খোঁজা হচ্ছে। উদ্ধার হওয়া গুলিগুলো ক্ষয়ে গেছে। থ্রি-নট বন্দুকের গুলি এগুলো।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০