তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে ধর্ষণের সহায়তা আত্মহত্যার প্ররোচনা দেশীয় মাদক তৈরি এবং গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১১ আসামী গ্রেফতার করেছে থানা এবং মুণ্ডুমালা পুলিশ ফাঁড়ি। গত বৃহস্পতিবার পৃথক পৃথক অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে শুক্রবার আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ওসি রাকিবুল হাসান।
জানা গেছে, ধর্ষণের সহায়তাকারী বলে স্বামী উপজেলার তালন্দ ইউপি এলাকার দেউল কালনাগ্রামের ওসমান গনি (৪০)। গত বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার গোকুল নিচ পাড়া গ্রামের গৃহবধূর রহস্যজনক আত্মহত্যার ঘটনায় ওই চার জনকে আসামী করে প্ররোচনা মামলা করেন নিহত গৃহবধূর ভাই হাসান আলী এই মামলায় স্বামী ওই গ্রামের রহিদুল ইসলামের পুত্র আসাদুল(২৭) ভাই রাসেল প্রামানিক(৩২) আব্বাস আলি(২৪) হোসেন আলীর পুত্র রহিদুল ইসলাম (৫২)।
এছাড়াও উপজেলার কামারগাঁ ইউপির মালশিরাগ্রামে দেশীয় চোলাই মদ সহ হরি মুরমু (৫৫) কে বিশ লিটার মদ সহ একই গ্রামের স্বপন মুরমু (২৫)কেও বিশ লিটার মদ সহ আটক করা হয়
এদিকে, মুÐমালা তদন্ত পুলিশ কেন্দ্রের অভিযানে একই দিনে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পাচন্দর উত্তর পাড়া গ্রামের শুকুরা আলী, মিশনপাড়া এলাকার সুমন ইসলাম, নিজামপুরগ্রামের প্রভাস চন্দ্র সাহা ওরফে গাবু এবং তিন বছরের জিআর সাজাপ্রাপ্ত আসামী নিজামপুর গ্রামের মুকবুল হোসেনের স্ত্রী রুনা লায়না ওরফে নিয়তি।
থানার ওসি রাকিবুল হাসান জানান আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদের শুক্রবারে কারাগারে পাঠানো হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০