তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দূনীতি প্রতিরোধ সপ্তাহ উপলল্কে র্যালী মানববন্ধন শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, কৃষি অফিসার শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার আব্দুল মজিদ, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর বারী।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০