তানোর প্রতিনিধি: তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে দেবিপুর মাদ্রসা মাঠে কৃষ্ণপুর সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সাবেক ইউপি সদস্য শামসুদ্দিনকে সভাপতি, সাবেক ইউপি সদস্য জিল্লুর রহমান নান্নুকে সাধারন সম্পাদক এবং মাহবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এর আগে সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান। উপজেলা বিএনপির
আহবায়ক সাবেক চেয়ারম্যান আখের“জ্জামান হান্নানের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক খান,সদস্য সচিব শামসুল,
উপজেলা বিএনপির সিনিয়র নেতা প্রভাষক নুরুল ইসলাম, মুণ্ডুমালা পৌর বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, মুণ্ডুমালা পৌর বিএনপির আহবায়ক মাওলানা আবুল কাশেম, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সদস্য সচিব আব্দুস সবুর, উপজেলা কৃষকদলের সভাপতি তোফাজ্জুল
হোসেন তোফা, উপজেলা যুবদলের সভাপতি গোলাম মুরতুজা, ইউপি বিএনপির সিনিয়র নেতা প্রভাষক মামুন, মুসলেম উদ্দিন, ইউপি বিএনপির সাবেক সাধারন সম্পাদক আকরাম আলী, পৌর যুবদলের সভাপতি এমদাদ মণ্ডল, সহসভাপতি আতিক হাসান, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাইনুল ইসলাম, প্রমুখ। শেষে বেগম জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় তালন্দ ইউপির ৯ওয়ার্ডের বিএনপি যুবদল ছাত্রদলের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০