নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে এবার ঢাকা ফেরত এক গার্মেন্টের্স কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। পরীক্ষা শেষে রাত ৯টায় রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে তানোর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হলো ৪ জন। তানোরে নতুন করে করোনা আক্রান্ত ঢাকা ফেরত এক গার্মেন্টর্স কর্মী (৫৭)। তিনি তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে , তিনি ঢাকায় একটি গার্মেন্টর্সে কর্মরত ছিল। গত কয়েক দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। জ¦র দেখা দিলে আক্রান্ত ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে পাঠানো হয়। আজ মঙ্গলবার (১৯ মে) রিপোর্টে ওই শ্রমিকের শরীরে করোনা শনাক্ত হয়। এ ঘটনায় রাতে ওই শ্রমিকের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।এদিকে তানোর ও পুঠিয়া উপজেলায় নতুন দুইজন শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় এখন করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২৪ জন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০