তানোর প্রতিনিধি :
কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় শিশু কন্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালের দিকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে এবং আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন
বানু। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং দীপশিখা গতি প্রকল্পের সহযোগিতায় র্যালি ও সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা বেগম। সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মাতিনুর রহমান প্রমুখ। এসময় দীপশিখা প্রকল্পের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নারীরা কন্যা শিশু নিয়ে উপস্থিত ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০