নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে ছেলে শ্রী হেমান্ত হেমরম (২৮) এর আঘাতেই মৃত্যু হয় আদিবাসী বৃদ্ধ চুনাই হেমরম (৬৫) এর। হত্যা মামলায় ছেলে হেমান্তকে গত শুক্রবার দিবাগত রাতে আটক করে তানোর থানা পুলিশ। নিহত চুনাই উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া কামারপাড়া গ্রামের মৃত পিসন হেমরমের ছেলে। ময়নাতদন্ত রিপোর্টে মাথা ও পাজরে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানানো হয়েছে। এর আগে থানায় একটি ইউডি মামলা হয়েছিল। এ তথ্য নিশ্চিত
করে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি খাইরুল ইসলাম বলেন, গত ২০১৮ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে নেশাগ্রস্থ অবস্থায় বাবা ও ছেলের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে চুনাই অসুস্থ হয়ে পড়লে তাকে মুন্ডমালার একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করে পরিবারের লোকজন। সেখানে ৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারিরীক অবস্থার উন্নতি না হয়ে অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয়। খবর পেয়ে তানোর থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত
শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে ও থানায় একটি ইউডি মামলা হয়। মৃত্যুর দেড় বছর পরে ফরেনসিক চিকিৎসক ময়নাতদন্তের রিপোর্ট প্রদান করে। সেই রিপোর্টে বলা হয়, মাথা ও পাজরে আঘাতজনিত কারণে চুনাইয়ের মৃত্যু হয়। কেউ বাদী না হওয়ায় থানায় পুলিশ বাদী হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার পর চুনাইয়ের ছেলেকে সেই হত্যা মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০