তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোরে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে এবং চুরির সাথে জড়িত তমির নামের এক চোরকে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে আটক ব্যক্তি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার থানার তেতুলিয়া নগর ডাঙ্গাপাড়া এলাকার মৃত সমসের আলীর ছেলে। গত সোমবার বিকেলে চুরি হওয়া গরুগুলো মুন্ডমালা হাটে মুকুল নামের একব্যক্তি বিক্রি করতে আসলে গরুর মালিক আয়েস উদ্দিন চিনতে পেরে পুলিশকে খবর দেয়। জানা গেছে চলতি মাসের ২০ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে পাচন্দর উত্তরপাড়া গ্রামের আয়েস উদ্দিনের দুটি গাভী ও দুটি বাছর চুরি হয়। এ ঘটনায় আয়েস উদ্দিন বাদি
হয়ে তানোর থানায় মামলা দায়ের করেন। এদিকে, গত সোমবার মুন্ডমালা হাটে চোরাই একটি গাভী বিক্রি করতে আসেন গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউপি এলাকার রাজরামপুর গ্রামের মুকুল নামের এক ব্যক্তি। তাঁর কাছ থেকে একটি গরু এবং তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে তমিরের বাড়ী থেকে আরেকটি গুরু উদ্ধারসহ তমিরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি খাইরুল ইসলাম বলেন, গরু বিক্রি
করতে আসা মুকুল চোর তমিরের কাছ থেকে ৩৭ হাজার টাকা দিয়ে একটি গাভী কিনে বিক্রি করতে হাটে নিয়ে এসেছিল। গরুর মালিক তার গরু চিনতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গরুটি উদ্ধার করে ও পরে চোরের বাড়ি থেকে আরেকটি গরু উদ্ধার করা হয় এবং চোর তমিরকে গ্রেফতার করা হয়। বাকি গরু উদ্ধারের চেষ্টা চলছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০