তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের গ্রাগ্রোন্দোপুর গ্রামে জমিতে সেচ দেওয়ার জন্য গভীর নলকুপের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল আক্তার (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার চবদমদমা গ্রামের চাঁদ মোহাম্মাদের ছেলে। সোমবার দুপুর ১২টার দিকে গ্রাগ্রোন্দোপুর গ্রামের গভীর নলকুপে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিবন্ধী কৃষক বাবুল আক্তার সোমবার দুপুরে জমিতে সেচ দেওয়ার জন্য পাশের গ্রামের নলকুপ অপারেটর আইয়ুব আলীর কাছে কার্ড নিয়ে যায়। এ সময়
নির্ধারিত অপারেটর কৃষক বাবুলকে নিজেই কার্ড ঢুকিয়ে পানি নেওয়ার জন্য বলেন। ওই কৃষক নিজেই কার্ড গভীর নলকুপের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পরে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে তানোর থানার অফিসার এসআই হামিদুল বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিহত হয়েছে। পরিবারের কারো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ওই কৃষক গত তিন বছর ধরে
প্রতিবন্ধী ভাতা সুবিধা ভোগ করেন বলে জানিয়েছেন চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান। এদিকে, নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় কয়েকজন কৃষক বলের, নলকুপের দায়িত্ব অপারেটরের। তার খামখেয়ালিপনায় এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তার অবহেলা না থাকলে এ ঘটনা নাও ঘটতে পারতো।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০