তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে কামারগাঁ ইউনিয়নের চেয়ারম্যানের পুত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাতে তানোর উপজেলার তালন্দ-চৌবাড়িয়া রাস্তায় ও বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় তানোর সদরের হাজী ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকর্কৃতরা হলেন তানোরে কামারগাঁ ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দীনের পুত্র মোজ্জামেল হক অরোফে বকুল (২৮) চৌবাড়িয়া বাজার এলাকার মুকুল আহম্মেদ (২৭), গোপাল চন্দ্র দাসকে (২৮), রাত সাড়ে ১১টার দিকে তালন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ।
অপর দিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তানোর বাজার এলাকার হাজী ছাত্রাবাসে পুলিশ অভিযান চালিয়ে রবিউল ইসলাম (২৮), নাইম হোসেন (২০), জয়নাল আবেদীন (২৪) ও রোকনুজ্জামানকে (১৯) ইয়াবা খাওয়ার সময় হাতে নাতে আটক করেন।
তানোর থানা এসআই সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের ৭ জনকে আটক করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
থানায় মামলা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০