তানোর প্রতিনিধি :রাজশাহি তানোরে তালন্দ আওয়ামী লীগের আয়োজনে তালন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন যুবলীগের সভাপতি রইস উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন বাবুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী, সাবেক রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও তানোর -গোদাগাড়ী ১আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল-নবী বাবু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাম কমল
সাহা, তানোর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, চান্দুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক তানোর পৌর আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবুল বাশার সুজন, গোদাগাড়ী উপজেলার যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আহসান হাবীব স্বপন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম। এ সময় প্রধান অতিথ ওমর ফারুক চৌধুরী বলেন, আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০