তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে অষ্টম শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিল তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা। সোমবার ওই ছাত্রীর বিয়ের সকল আয়োজন করেছিলেন তার পিতা আক্কাশ আলী। দুই দিন আগ থেকে চলছে বিয়ের আয়োজন। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মিরাপুর দিঘীপাড়া গ্রামের আক্কাস আলীর বাড়িতে তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তার প্রতিনিধিসহ পুলিশ হাজির হন। পুলিশ দেখে ওই স্কুল ছাত্রীর পিতা-মাতা বিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান।
এদিকে একই ইউনিয়নের পারিশো-দূর্গাপুর গ্রামের বরের লোকজন বিষয়টি জানতে পেরে বিয়ে করতে বাড়িতে আসেননি। তানোর থানা এসআই রহিম জানান, স্থানীয় মেম্বারের সহযোগিতায় মেয়ের পিতা আক্কাস আলী মেয়ের বাল্য বিয়ে দেবেনা মর্মে অঙ্গিকার নামা দেয়।তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মো: গোলাম রাব্বী বলেন, ফোনে বিষয়টি শোনার পর পুলিশসহ আমার প্রতিনিধি ঘটনা স্থলে পাঠিয়ে বাল্য বিয়ে বন্ধ্য করি।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০