তানোর প্রতিনিধি: তানোরে নতুন করে আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ এ রোজি আরা খাতুন। এরা হলেন, উপজেলা নির্বাহি অফিসের তথ্য সহকারী মহেল,বাকি চারজন হল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী পূর্বাণী, আয়া শিউলি, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুল ইসলাম ও শহীদুল্লাহ। তিনি আরো জানান, এই পাঁচজনের নমুনা গতকাল রামেক হাসপাতালে পাঠানো হয়। নমুনা পরীক্ষা শেষে আজ রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। আগামীকাল সকালে তাদের প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে বাড়িগুলো লকডাউন করার জন্য উপজেলা নির্বাহী বরাবর চিঠি পাঠানো হবে। এনিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, ওই পাঁচটি পরিবারকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে আগামীকাল উপজেলা নির্বাহি অফিসার লকডাউন করবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০