নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলার আলোচিত সেই কলমা গ্রাম পরিদর্শন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের ও রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ। রোববার বিকেল ৩ টার দিকে কলমা গ্রামে যান ডিসি ও পুলিশ সুপার। তারা সেখানে গিয়ে গ্রামের সব পর্যায়ের মানুষকে নিয়ে বসে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে ভালোভাবে বসবাস করার জন্য পরামর্শ দেন। কোনো সহিংসতা বা ঝামেলায় না গিয়ে সবাইকে মিলেমিশে থাকার জন্য পরামর্শ দেন তারা। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান বলেন, তানোর উপজেলার কলমা গ্রামে ভোটের পরে যে সংকট সৃষ্টি হয়েছিল তা দেখার জন্য সেই গ্রাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্যার। তাঁরা সেই গ্রামে গিয়ে সবার সাথে কথাবার্তা বলেন
এবং সবাইকে মিলেমিশে থাকার জন্য পরামর্শ দেন। সরকারি দল ও বিরোধী দল যেই হোক না কেন সবাই দেশের মানুষ সহাবস্থানে বসবাস করার জন্য পরামর্শ দেন তারা। এটা নিয়ে আর কোনো ঝামেলায় না জড়ানোর জন্য পরামর্শ দেন তারা। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে উপজেলার কলমা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আ’লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী ভোট কম পাওয়া ও বিএনপির প্রার্থী ব্যারিষ্টার আমিনুল হক বেশি ভোট পাওয়ার পর থেকে কলমা গ্রামের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা ও সমর্থকদের মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। এরপরই জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সেই গ্রাম পরিদর্শন করলেন।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০