তানোর প্রতিনিধি: তানোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি তানোর পৌরসভার রায়তন আকচা মহল্লার তাহার দেওয়ানের ছেলে আলফাজ দেওয়ান (৪২)।
আলফাজ দেওয়ান তানোর পৌর সভার ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) দুপুরে মারা যান তিনি।
আলফাজের স্ত্রী জোৎস্না বেগমও (৪০) করোনায় আক্রান্ত হয়ে মিশন হাসপাতালে ভর্তি আছেন।
তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রোজি আরা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে আলফাজ দেওয়ান ও তার স্ত্রী জোৎস্না বেগম মিশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে হাসপাতাল কর্তৃৃপক্ষ আলফাজের মৃত্যুর বিষয়টি জানিয়েছে।
তানোর উপজেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৬৮ জন। এর মধ্যে মারা গেলেন একজন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ২৯ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালের আইসোলেশনে আছেন দুইজন। বাকিরা আছেন হোম আইসোলেশনে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০