পাবনা প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে সামনে রেখে পাবনায় র্যাব-১২ এর উদ্যোগে বিশেষ টহল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে র্যাব-১২ পাবনা ক্যাম্পের কো¤পানী কমান্ডার মেজর এস এম মোর্শেদের নেতৃত্বে অনুষ্ঠিত বিশেষ টহলটি পাবনা সাকির্ট হাউজ থেকে বের হয়।
টহলটি শহরের জজ কোট, পুলিশ লাইন মাঠ, অনন্ত বাজার, মুজাহিদ ক্লাব, বাস টার্মিনাল এলাকা, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে মেরিল বাইপাস প্রদক্ষিন করে।
এ সময় বিভিন্ন স্থানে কো:পানী কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান পিএসসি জানান, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে কেন্দ্র করে কিছু মহল দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্য তৎপর হতে পারে। মূলত: সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং সাধারনের মানুষকে স্বস্তিময় রাখতে এই বিশেষ টহলের আয়োজন। টহল থেকে বিশৃঙ্খলাকারী যেউ হোক না কেন, কোন ছাড় দেয়া হবে না বলে উল্লেখ করা হয়।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০