খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: মানহানির মামলা দায়ের হল অভিনেত্রী তনুশ্রী দত্তের বিরুদ্ধে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা-প্রধান রাজ ঠাকরের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জের। তনুশ্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিদ জেলার কাইজ থানার পুলিশ।
বুধবার থানায় তনুশ্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন MNS-এর জেলা শাখার সভাপতি সুমন্ত ধস। তাঁর অভিযোগ, তনুশ্রীর মন্তব্যে মানহানি হয়েছে রাজ ঠাকরের। পুলিশের আধিকারিক জানিয়েছেন, তনুশ্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় (মানহানি) জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারীকে আদালতের দ্বারস্থ হতেও বলেছে পুলিশ।
নানা পাটেকর ও বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা ৩৪ বছরের তনুশ্রী সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন রাজ ঠাকরের বিরুদ্ধে। তনুশ্রী বলেন, বাল ঠাকরের পর শিবসেনা প্রধান হতে চেয়েছিলেন রাজ ঠাকরে। তবে তিনি তা হতে পারেননি। MNS ২০০৮ সালে তাঁর গাড়িতে ভাঙচুর চালিয়েছিল বলেও অভিযোগ করেন তনুশ্রী। তাঁর অভিযোগ ছিল, রাজ ঠাকরের দল তাঁকে হুমকি দিচ্ছে। আর সম্প্রতি তাদের দুই কর্মী জোর করে নাকি তনুশ্রীর বাড়িতে ঢোকারও চেষ্টা করেছিলেন।
এদিকে জানা গিয়েছে, তনুশ্রী দত্ত টিভি রিয়েলিটি শো বিগ বসের চলতি সিজনে অংশ নিতে পারেন, এই খবর চাউর হওয়ার পর বিগ বসের নির্মাতাদের চিঠি দিয়েছে MNS। তনুশ্রীকে নেওয়া হলে লোনাভলার সেটে ভাঙচুর চালানো হবে বলে MNS কর্মীরা হুমকিও দিয়েছেন বলে অভিযোগ।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০