তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দেন।
রিজভী বলেন, দেশে চরম অর্থনৈতিক মন্দার মধ্যে একতরফা ভাগবাটোয়ারার প্রহসনের নির্বাচনের জন্য রাষ্ট্রের প্রায় ২ হাজার কোটি টাকা শ্রাদ্ধ করার আয়োজন চলছে। জনগণের এই বিপুল পরিমাণ অর্থ বিনষ্টের জন্য মাফিয়াচক্রের দোসর সিইসি গংকে দিতে হবে।
তিনি বলেন, গণ অভিপ্রায়কে উপেক্ষা করে নৌকা, ডামি আওয়ামী লীগ এবং কতিপয় নাম গোত্রহীন ভুঁইফোড় দলছুট লোকজনকে নিয়ে ডামি নির্বাচন নাটক মঞ্চায়ন করা হচ্ছে। অথচ, সরকারের মন্ত্রীরাও এই ভুয়া নির্বাচন হওয়া নিয়ে ঘোরতর সন্দিহান। বাস্তবতা হলো দেশের ১৮ কোটি জনগণ এই নির্বাচন করতে দিবে না।
বিএনপির এই নেতা বলেন, এখনও সময় আছে একতরফা প্রতিযোগিতাহীন ভোটারদের সঙ্গে তামাশার নির্বাচনের সার্কাস বন্ধ ও সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন।
কম্বোডিয়ার উদাহরন টেনে রিজভী বলেন, কম্বোডিয়া গত জুলাইয়ের নির্বাচনে একচেটিয়া জয় পায় হুন সেনের দল সিপিপি। নিজের তৈরি করা কিংস পার্টিকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে অভূতপূর্ব শান্তিপূর্ণ নির্বাচন করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক বিশ্ব কম্বোডিয়ার হুন সেনের এই তামাশা নির্বাচন বন্ধের জন্য বিভিন্ন নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি দিলেও তা উপেক্ষা করে পাতানো নির্বাচন করে। নির্বাচনের পর ক্ষমতায় থাকতে পারেনি একনায়ক হুন সেন।
তিনি আরও বলেন, বাংলাদেশেও স্বৈরাচার কবলিত কম্বোডিয়ার চেয়ে ভয়াবহ পরিস্থিতি চলছে। গণতান্ত্রিক বিশ্বের সমস্ত হুঁশিয়ারি ও আহ্বান উপেক্ষা করে পাতানো ডামি নির্বাচনের সার্কাস করছেন শেখ হাসিনা। দেশের জনগণের আন্দোলন এবং গণতান্ত্রিক বিশ্বের সঙ্গে প্রকাশ্যে লড়াইয়ে নেমেছেন তিনি। অচিরেই তার ক্ষমতায় থাকার সাধ চূর্ণ বিচূর্ণ হবেই ইনশাআল্লাহ।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০