খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ছাত্র ধর্মঘটের সকালে ঢাবির কলাভবনের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ ও সমাবেশ করছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। উপাচার্যের কার্যালয়ে ‘নিপীড়নবিরোধী’ শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশের সকল শিক্ষাঙ্গণে আজ সোমবার এ ছাত্র ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্রজোট।
আজ সোমবার সকাল ৭টার দিকে 'নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ'এর একটি মিছিল সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা কলা ভবনের মূল ফটকে অবস্থান নিয়েছে। তবে এদিন সকাল ৮টা পর্যন্ত ছাত্রলীগে নেতা-কর্মীদের ক্যাম্পাসে কোনো মিছিল করতে দেখা যায়নি। যদিও রবিবার ক্যাম্পাসে ছাত্রদল ঠেকাতে ভোর ৬টার আগেই ক্যাম্পাসে পাহারা বসিয়েছিল।
তবে কলাভবনের সামনে তাদের অবস্থানের মধ্যেই ভবনের পেছনের ফটক, প্রক্টর অফিসের গেইট ও ডিন অফিসের গেইট দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে যেতে দেখা গেছে।
এদিকে অনেক সচেতন শিক্ষার্থীও হামলার প্রতিবাদে নিজ নিজ অবস্থান থেকেই ক্লাসে অংশ নিচ্ছেন না, দাবি আন্দোলনকারীদের। এ ছাত্র ধর্মঘটে পূর্ণ সমর্থন ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আর ছাত্রলীগ প্রতিহত করার ঘোষণা দিয়েছে।
প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন জানান, ধর্মঘট শেষে বেলা ১২টার দিকে মধুর ক্যান্টিনে তারা সংবাদ সম্মেলন করবেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০