খবর২৪ঘণ্টা ডেস্ক: ঢাকা-৪ আসনের ৫৫টি কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছে। ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়কারী তানভীর আহমেদ রবিন সাংবাদিকদের জানান, এ আসনে মোট ৭৭টি কেন্দ্রের মধ্যে ৫৫টি কেন্দ্রেই আমাদের পোলিং এজেন্ট জোর করে বের করে দেয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সহায়তায় তাদের বের করে দিয়েছে।
তিনি বলেন, পোলিং এজেন্টরা এখন কেন্দ্রের বাইরে অবস্থান করলেও সেখান থেকেও তাদের সরে যেতে বলা হচ্ছে। এ আসনে মহাজোটের প্রার্থী সৈয়দ আবুল হোসেন বাবলা।
খবর২৪ঘণ্টা/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০