খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকা রেঞ্জের ৫৬৩ জন কনেস্টবলকে চট্রগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ সদরদপ্তর থেকে এক আদেশে তাদের বদলি করা হয়েছে।
পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, পুলিশ সদরদপ্তরের এআইজি (পার্সেনেল ম্যানেজমেন্ট-৩)মাহাবুবুল করিম এক স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, পুলিশ সদস্যগণ আগামি শুক্রবার নিজ নিজ কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে চট্রগ্রাম রেঞ্জে যোগদান করবেন।
ঢাকা রেঞ্জের মধ্যে ঢাকা জেলা, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজিপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরিয়তপুর, মাদারিপুর, রাজবাড়ি এবং গোপালগঞ্জ রয়েছে। মূলত এ জেলাগুলোর ৫৬৩ পুলিশ কনেস্টবলদের চট্রগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০