পদ্মা সেতুর পর ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার কথা ভাবছে সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি)।
আজ (২৯ জুন) একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন বলেন, আমরা ইতোমধ্যেই (ঢাকা-মাওয়া-ভাঙ্গা) এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার প্রস্তাব পাঠিয়েছি। তবে সার্ভিস লেনগুলোতে মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
এর আগে ২৬ জুন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ২৭ জুন ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০