নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনের টয়লেটে এক কিশোরীর শ্লীলতাহানীর অভিযোগে মমিনুল (২৬) নামের এক যুবককে আটক করেছে জিআরপি থানা পুলিশ। আটক যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ফিলিমের ছেলে। বৃহস্পতিবার রাতে সিল্কসিটি ট্রেনের ঝ বগি থেকে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে ট্রেনের অন্য যাত্রীরা। ওই কিশোরীর বাড়ি সিরাজগঞ্জ জেলায়। সে তার খালার সাথে রাজশাহীর দামকুড়ায় বেড়াতে যাচ্ছিলো। জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে
রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা সিল্কসিটি ট্রেনের ঝ বগিতে চড়ে ওই কিশোরী তার খালার সাথে আসছিলো। পথে ট্রেনটি ঈশ্বরদী থানা এলাকায় পৌঁছালে ওই কিশোরী ঝ বগিতে থাকা টয়লেটে যাায়। এ সময় ওই বগির যাত্রী রাজমিস্ত্রি মুমিনুল তার সাথে সাথে টয়লেটে গিয়ে দরজা বন্ধ করে শ্লীলতাহানী করে। ঘটনাটি ঈশ্বরদী বাইপাস থেকে আড়ানি পর্যন্ত ঘটে। পরে ট্রেনের অন্য যাত্রীরা বিষয়টি জানতে পেরে মুমিনুলকে গণধোলাই দিয়ে রাজশাহী রেলওয়ে জিআরপি থানা পুলিশের হাতে সোপর্দ করে। এ বিষয়ে রাজশাহী রেলওয়ে জিআরপি থানার ওসি সাইদ ইকবাল বলেন, ১৪ বছর বয়সি এক কিশোরী তার
খালার সাথে ট্রেনে রাজশাহীর আসার পথে ঈশ্বরদী পার হওয়ার সময় টয়লেটে যায়। এ সময় ওই বগির যাত্রী মুমিনুল সাথে সাথে টয়লেটে গিয়ে দরজা বন্ধ করে তার শ্লীলতাহানী করে। পরে বিষয়টি জানাজানি হলে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে অন্য যাত্রীরা। এ বিষয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হবে। আসামী সেখানে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০