খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: প্রায় ৮৬ দিন বন্ধ থাকার পর আগামী ১৬ই জুন ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল এভিয়েশন থেকে পাঠানো এক বার্তায় বলা হয়- আপাতত লন্ডন ও কাতারে যাবে ফ্লাইট। কাতার রুটে শুধু ট্রানজিট যাত্রী নেয়া হবে। অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে সেখানকার বিমানবন্দর ব্যবহার করবে কাতার এয়ারওয়েজ।
করোনা ভাইরাসের কারণে গত ২১শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ই এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০শে মে ও ১৫ই জুন পর্যন্ত বাড়ানো হয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০