খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর শেরে বাংলানগরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি ডাকাত ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে সন্দেহ র্যাবের। তার নাম হানিফ মিয়া।
গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশের এই এলিট ফোর্সটি।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে শ্যামলী শিশু মেলার সামনে একটি র্যাবের তল্লাশি চৌকি বসানো হয়। সেখানে একটি অটোরিকশাতে থাকা তিনজনকে তল্লাশির জন্য নামানো হলে তারা মানসিক হাসপাতালের দিকে দৌড় দেয় এবং র্যাবকে লক্ষ করে গুলি ছুঁড়লে থাকে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে হানিফ মিয়া গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে হানিফকে মৃত ঘোষণা করেন।
নিহত হানিফ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার ইছাপুর গ্রামের মৃত বিদ্যা মিয়ার ছেলে।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, ‘এরা ডাকাত দলের সদস্য বলে আমাদের ধারণা। রাতে ফ্লাইওভারের উপরে ছিনতাইয়ের মত অপরাধের সঙ্গেও যুক্ত তারা। বাকি সদসদের গ্রেপ্তার করতে পারলে তাদের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।’
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০