খবর ২৪ ঘণ্টা ডেস্ক :
এবার রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সকালে গাড়ি পার্কিংয়ের পাশে তৃতীয় তলার স্টোররুমে এ আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভায়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম টেলিফোনে যুগান্তরকে জানান, সকাল ৮ টা ৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় তলার স্টোর রুমে আগুন লাগে।খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।তারা চেষ্টার পর ৮ টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।আর ছড়িয়ে পড়া আগুন নেভাতে সাড়ে ৯টা বেজে যায়।
জানা গেছে, আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।এতে কেউ হতাহত না হলেও স্টোর রুমের বহু মালামাল পুড়ে গেছে।
লিমা খানম বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিষয়টি বের করা হবে। আর ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে নির্ণয় করা যায়নি।
গত এক মাসে ঢাকার বেশ কয়েকটি বড় স্থাপনায় আগুন লাগে। পুরান ঢাকায় চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসনে আগুনে ৭১ জন মারা যায়।এরপর বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে মারা যান ২৭ জন।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০