খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: একদিন বিরতি পর আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা। টুর্নামেন্টের ২৯তম ম্যাচে টস হেরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিংয়ে নামে সাকিব আল হাসানের দল।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের টার্গেট ১৮৮ রান।
ব্যাটিংয়ে নেমে চিটাগংয়ের ওপেনার সৌম্য সরকার ব্যক্তিগত ১ রান করে সাজঘরে ফেরেন। অন্যদিকে, আরেক ওপেনার ও দলপতি করেন ৫৯ রান। তিন নম্বরে নামা এনামুল হক বিজয় রানে ফেরেন। বিজয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন স্টিয়ান ভ্যান জিল (২)। বিজয় সাজঘরে ফেরার আগে করেন ইনিংস সর্বোচ্চ ৭৩ রান। শেষ দিকে নাজিবুল্লাহ জাদরান ১৬ রান করে বিদায় নেন। সিকান্দার রাজা অপরাজিত ছিলেন ২৬ রান। রায়াদ এমরিত ১ রানে অপরাজিত থাকেন।
ঢাকা ডায়নামাইটসের ক্যারিবীয়ান স্পিনার সুনীল নারাইন ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। দলপতি সাকিব ৪ ওভারে ৫১ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। শহীদ আফ্রিদি ৩ ওভারে ২৯ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। আবু হায়দার রনি ৩ ওভারে ৩৫ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। মোহাম্মদ শহীন ৩ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন ১ উইকেট।
শীর্ষস্থানধারী খুলনা টাইটান্সের সংগ্রহ ১১। ১ পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ কম খেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রংপুর রাইডার্স। ৯ ম্যাচে ৭ পয়েন্ট সিলেট সিক্সার্সের।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০