গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীর এক নির্মান শ্রমিক ঢাকা মিরপুর-১০ এলাকায় নির্মাণাধীন ভবনের ৬ তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে। তার নাম আহাদ আলী (১৭)। তিনি গোদাগাড়ী উপজেলার সিএন্ডবি আচুঁয়াভাটা গ্রামের ইলিয়াস আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে এই ঘটনা ঘটে। মৃতের আত্মীয়রা জানান, আহাদ একজন নির্মাণ শ্রমিক ছিলো। গত তিন দিন আগে গোদাগাড়ী থেকে ঢাকায় যান রাজমিস্ত্রির কাজ
করতে। এরপর মিরপুর -১০ এলাকায় নির্মাণাধীন ৬ তলা ভবনে কাজ করছিলেন। বৃহস্পতিবার সকালে আহাদ প্রথম সেখানে কাজ করতে যান। কাজ শেষের দিকে মাচা বাধার সময় ৬ তলার ওপর থেকে তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০