চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিভাগের প্রধান ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের কাছে এ কর্মসূচির আয়োজন করে জাসদ-ছাত্রলীগ। প্রায় একঘণ্টা ধরে চলা কর্মসূচিতে বক্তব্য রাখেন জাসদ নেতা আব্দুল হামিদ রুনু, মনিরুজ্জামান মনির, ছাত্রনেতা আব্দুল মজিদ প্রমুখ।
বক্তরা বলেন, জাফর ইকবালের উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, বরং মুক্ত চিন্তার বাংলাদেশের উপর হামলা। এ ধরণের হামলা বন্ধ করতে না পারলে দেশের কেউ আর মুক্ত চিন্তা করার সুযোগ পাবে না।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০