খবর ২৪ঘণ্টা ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে মতিঝিল চেম্বারে দেখা করেছেন পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
আজ দুপুর ১২ টা ৩০ মিনিটে মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৫/৬ জন পুলিশের এক প্রতিনিধি দল তার সাক্ষাতে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের গণমাধ্যম সমন্বয়ক লতিফুল বারি হামিম।
সাক্ষাত শেষে সাংবাদিকদের পুলিশ জানায়, নিয়মিত ডিউটির অংশ হিসেবে ড. কামালের চেম্বারে এসেছি। ড. কামালের নিরাপত্তার দরকার আছে কিনা জানতে চাইলে ড. কামাল পুলিশকে জানিয়েছে, আমার নিরাপত্তার দরকার নেই।
যদি দেন তবে আপত্তি নেই। এছাড়া যেখানে প্রার্থীদের ওপর হামলা হচ্ছে সেখানে নিরাপত্তা দেন। নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার কামালের চেম্বারে আসতে চাওয়া ও পুলিশ সদস্যদের সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান ড. কামাল হোসেন।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০