সংবাদ বিজ্ঞপ্তি : ১৭৩ কোটি টাকার রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর কাজিহাটা এলাকার জাজেস কোয়ার্টার এর উত্তর বাউন্ডারি ওয়াল হতে বাংলাদেশ ব্যাংকের সম্মুখে মেইন ড্রেন পর্যন্ত প্রাইমারি ড্রেন নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। গতকাল সোমবার দুপুরে এই ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে ডউ-০৬/১৯ প্যাকেজের আওতায় ৫ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে জেলা দায়রা জজ বাসভবন হতে শ্রীরামপুর পর্যন্ত রাস্তা পুণ:নির্মাণ কাজসহ বিভিন্ন কাজ করা হবে।
পরিদর্শনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, উপ-সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার উপস্থিত ছিলেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০