খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা ফুটবলার কে- লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? এ নিয়ে তর্ক হতেই পারে। তবে তারা যতই সেরা হোন না কেন, ড্রিবলিংয়ে তাদের নাম সামনে আনতেই নারাজ রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।
বেনজেমার চোখে, ড্রিবলিংয়ের সামর্থ্যে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ধারেকাছেও নেই কেউ। নেইমার যখন বার্সেলোনায় ছিলেন, তখন প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে লড়াই হয়েছে বেনজেমার। তারপরও প্রতিপক্ষ দলের এই খেলোয়াড়কে সম্মান দিতে কার্পন্য নেই ফরাসি স্ট্রাইকারের।
সম্প্রতি ইউটিউব চ্যানেলে একজন ভক্ত করেছিলেন প্রশ্নটা-বর্তমান বিশ্বের সেরা পাঁচ ড্রিবলার কে? বেনজেমা কাউকেই সুযোগ দিলেন না এক নেইমার ছাড়া। তার ভাষায়, ‘নেইমার, আর কেউ নয়।’
এই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলেছেন বেনজেমা। খেলার কোনো কোনো মুহূর্তে প্রভাব খাটানোর বেলায় তো তাকে মেসির চেয়েও এগিয়ে রেখেছেন অনেকে। এবার ব্যালন ডি’অর জেতার ভালো একটা সম্ভাবনা ছিল এই তারকার। কিন্তু করোনার কারণে এ বছর পুরস্কারটি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী।
ব্যালন ডি’অর নিয়ে কি কখনও ভেবেছেন? বেনজেমা অস্বীকার করলেন না, আর দশজনের মতো মনের মধ্যে তারও ভাবনাটা আসে। তিনি বলেন, ‘অবশ্যই, আমি ব্যালন ডি’অর নিয়ে ভাবি। যখন ছোট ছিলাম, তখন থেকেই এটা ভাবতাম। তবে এটা নিয়ে ঘোরে মধ্যে থাকি না। এর কথা ভেবে পাগলামিও করি না। তবে যখন প্রতিযোগিতায় থাকবেন, তখন এটা নিয়ে ভাবা স্বাভাবিক।’
নয় নম্বর জার্সিতে তিনি এখন সেরাদের একজন। তবে বেনজেমা নিজেকে ‘নম্বরের সেরা’ ভাবতে চান না। রিয়াল তারকার ভাষায়, ‘আমি কখনও নিজে থেকে এটা নিয়ে বলি না। আমি বিশ্বের সেরা খেলোয়াড় হওয়া নিয়ে ভাবি। সেটা নয় নম্বর, দশ নম্বর বা যেই জার্সিতেই হোক।’
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০